খাঁচার আয়োজন
শুধু ভালো বাসার খোঁজে
আনন্দ যজ্ঞে বৃথা নিমন্ত্রণ
তৃপ্তি আসে না ভুরিভোজে।
হৃদয় কপাটিকায়
অবিরাম ছন্দময় গতি
ক্ষণিকের স্তব্ধতায়
প্রাণপাখির ইতি।
আসা যাওয়ার পথে
শত নিত্য নতুন যাত্রী
সারথি একজন রথে
বাকীরা সময়ের অতিথি।
নীরবিন্দু পদ্মপাতায়
কত শোভা সরোবরে
শিশির কণা ঘাসের আগায়
বিলীন সূর্য করে।
ইতস্তত দৌড় ঝাঁপ
পরিণামে অঙ্গার দহন
ঝড়ের মুখে সন্ধ্যাপ্রদীপ
এই তো মানব জীবন।