পরিস্থিতি মানুষকে প্রতিস্থাপিত করে।
অনন্তসত্ত্বাকে অজুহাতের
শৃঙ্খলে আবদ্ধ করে।
মানব মন শেকল ভাঙার গান লিখে
তবুও নাগপাশে বন্দী।
বিশ্বপ্রকৃতির সাথে
অভিযোজিত হওয়ার আয়োজন
যেন ঠিক নুনের পুতুলের
সমুদ্রের গভীরতা নির্ণয়।
ধরা আর ছাড়ার মাঝখানে
বন্ধনের উপস্থিতি-
জীবনকে বহু শিক্ষা দিয়ে যায়।
আসলে প্রারম্ভ আর অন্তিম
এই দুইয়ের ব্যবধানেই তো জীবনযাপন।
মাকড়সা জাল বোনে
আমরা বলি সংসার।
জলের তরঙ্গ দিঘির গৌরব
কিন্তু প্রতিফলিত হয় না চাঁদ।
সব চাওয়া পাওয়া মিটে গেলে
প্রয়োজন নাকি প্রিয়জন
এই হিসাব নিকেশ করার পর
অবশিষ্টটাই 'পাকা আমি'।