সবার উপরে মা সত্য তার পরে মানুষ
সুপ্তবীজে গুপ্ত জীবন প্রকৃতি আর পুরুষ।
সাঁঝেরবাতি ঝড়ের মুখে স্তব্ধ হৃদয় দেউল
রসের টানে শিকড়ের খোঁজে হয়েছে প্রেমিক বাউল।
একে একে কর ধরি আকার তৈরি হয়
জীবন্ত মানুষ যমালয়ে রঙ্গমঞ্চে অভিনয়।
মালিক আসল লাঙল যার চৌকিদার আজ জমিদার
একতারায় বাঁধা জীবন এই মাটিতেই ছারখার।
মাটির পিঞ্জরা মাঝে শিল্পীর হাত শিল্পের সাথে
করজোড়ে ভিখ মাগে সন্তান থাক দুধে ভাতে।
আবাসন আজ বনস্পতি কংকৃটের জঙ্গলে
ফুল ফল পরিমাপ বর্গফুটে চলে।
শ্যামলিমার রূপে মুগ্ধ কোলাহল মুখরে
দেওয়ালে পিঠ ঠেকলে পরে মাটি কামড়ে মরে।
একই বীজে মূল কান্ড উৎস মোহনা মিলে
রশে বশে থাকে জীবন আত্মজ্ঞান হলে।
আপনহারা পাগলপারা ভিটে মাটির সন্ধানে
মাটির দেহ মাটি হয় সাড়ে চার হাতের মাঝখানে।
হৃদিসিন্ধু প্রেম সাগরে অরূপ রতন খোঁজে
মানব জমিন পতিত করে গোষ্পদে গুরু ভজে।