বৃক্ষ তলে জন্ম লভি বল্কল গায়ে শোভি
অ্যামিবায় শুরু প্রাণ প্রয়াণে উচ্ছিষ্ট নাভি।
বসি বৃক্ষ পাদমূলে মন ভ্রমে গাছের ফলে
দুটি পাকা ফল ভূতলে কামনা-বাসনা বলে।
কৈশিক নলে জীবন শ্যামলিমায় নয়ন শোভন
সাকারে আকার ভজে নিরাকারে বিচরণ।
মত যত পথও তত লীলাখেলা শত শত
এক তরী যাত্রী বহু কান্ডারী মজারত।
জড় আর চৈতন্য প্রকাশে প্রভেদ এক অভিন্ন
মন পবনে মাতাল বৃক্ষ সুখশান্তি ছিন্নভিন্ন।
ফুটিফাটা বদনে হাসি অবতার ইষ্টে বসি
আচন্ডালে কৃপা দান সংসারে সন্ন্যাসী।
স্থিতি-লয় ওরা-আমরা একই বহু দেখেন যারা
প্রেমধনে তারা পাগলপারা ফুলে ফলে মাতোয়ারা।
যাচিলে চাতক কহে পালিছ তোমারি গেহে
তুমি ধন্য আমি ধন্য নরবেশে এক দেহে।
এক বীজে দুই জীবন দ্বন্দ্ব দিয়ে শেষ শুরু
যন্ত্রে যন্ত্রী লীলাময় তুমি গুরু কল্পতরু।