অরূপ রতন খুঁজতে গিয়ে
কত শত ভ্রমণ
একলা ঘরে ছোট্ট মেয়ে
খেলছিল এতক্ষণ।
ওহে পথিক, বাড়ি কোথায়?
উচ্চগ্রামের স্বর
আমি কিছু বলবো তোমায়
দাঁড়াও পথিকবর।
হঠাৎ গতি স্তব্ধ করে
পথিক থমকে গেল
বালিকা তখন কাঁপছে ডরে
দুচোখে অশ্রুজল।
পথিক শুধায় ও খুকি
তুমি ডাকছিলে আমায়?
খেলতে নেবে নাকি-
যাবো তোমার আঙিনায়?
ছোট্ট খুকি মুখ লুকালো
আপন দুহাত দিয়ে
১,২,৩ গুনছি এসো এগিয়ে।
পথিক এসে বসলো পাশে
খেলছে দুজনে
সূর্য তখন মাঝ আকাশে
দর্শক আসনে।
নুড়ি নিয়ে চলছে খেলা
ধূলোর উপরে
মেতেছে দুজন বাড়ছে বেলা
ক্ষিদে নেই কারো উদরে।
সহসা মাথায় বোঝা নিয়ে
খুকির মা হাজির উঠোনে
ডাক দেয় ও মেয়ে,
খেলছিস কার সনে?
ছোট্ট খুকি জবাব দিলো
নাম তো জানি না
রাস্তা দিয়ে যাচ্ছিলো
বলেনি ঠিকানা।
মা দেখছে অবাক চোখে
এ কোন্ পথিক
খেলছে মনের সুখে
সত্যি কি ভুল করেছে দিক!
মেয়ে ছুটে মায়ের কাছে
জড়িয়ে ধরে মাকে
রাগ করো না মিছে মিছে
আমিই ডেকেছিলাম তাকে।
খেলা আমার শেষ হয়েছে
কখন নেবে কোলে?
স্তব্ধ পথিক পথ পেয়েছে
মেতেছিল শুধু খেলাচ্ছলে।