বর্গাকার শব্দছকে সাজানো শব্দ
এর মাথা ওর ঘাড়ে নিয়ে
গড়ে তুলেছে জগাখিচুড়ি শব্দভাণ্ডার।
ভাগাভাগি করতে গিয়ে অবশেষে
চটকে গেল পিত্তথলিটা।
তখনো কারো কোনো ভ্রূক্ষেপ নেই
গোগ্রাসী ভোজনে ব্যস্ত সবাই।
তেতো স্বাদের ঘ্রাণ পেল
কিন্তু অমৃত ভেবে হাত চেটেছিল।
কাঁটা দিয়ে কাঁটা তুলতে গিয়ে
পথের কাঁটা সাফ।
কাস্তেটা বুঝতে পারেনি
ঘাস-পদ্ম-গোলাপের তফাৎ।
যাদের জন্য এত সেবার আয়োজন
সেই মুখগহ্বরে চলছে একাদশী।
ওরা-আমরা বাছবিচার করতে করতে
কলিজাটাই নিথর হয়ে গেল।
রাজনীতির লাশ নিয়ে কিছুদিন
লাশের রাজনীতি দেখলো রাজপথ।