রণ বেশে হেঁসে হেঁসে কার বামা এসেছে?
"মুখ জ্বালা সুধা ঢালা কূলবালা নাচিছে।"
নব সজল জলধর কায় হেরিলে রূপ প্রাণ গলে যায়।
নীল জলে জবা প্রায় রুধির লেগেছে গায়।
কটিতে ঘুঙুর কপালে সিঁদুর পায়ে রতন নূপুর
স্বরূপ তোমার বোঝা কঠিন কালী ঠাকুর।
উলঙ্গ বেশ পাগলপালা দানব নাশিতে অসিমুন্ড ধরা।
তুমি সাধকের শ্যামা-কালী- তারা।
কালো হতে অধিক কালো অন্য রূপ লাগেনা ভালো
"এমন মেয়ে কোথায় ছিলো? যারে না দেখে মন লিপ্ত হলো।
" তুমি পুরুষ কি নারী মোরা বুঝিতে নারি"
স্বয়ং না বোঝালে গৌরী সাধ্য কিবা তোমায় ধরি।
বুকে মাথায় দুই সতীনে শ্মশানবাসী শিবের সন
হংস-হংসী পদ্মবনে অধরা তুমি ষড়দর্শনে।
মণিমুক্তা নরশিরে ভূভার হরণ আপন উদরে
হৃদমাঝারে রাখলে তাঁরে হৃদয় পদ্ম আলো করে।