একদিন চলে যাবে বহুদূরে দৃষ্টির অন্তরালে
যেখানে অনন্ত আকাশে মেঘ জমাট বেঁধেছে গহন অন্ধকারে।
ক্ষয়ে ক্ষয়ে নিঃশব্দে রচনা করেছে চারপাশে বিপুল জলরাশি
সৌখিন সবুজ ঘাসের বুকচিরে নগ্ন পথে পড়ে রবে এই বল্কলটা।
গোপনে সাজানো সংসার শয্যায় ভেসে আসবে বহু পরিচিত সেই ঘ্রাণ
ধীরে ধীরে সব স্মৃতি বিলীয়মান হবে অনন্ত সূর্যরশ্মিতে।
কান্নাভেজা বালিশ একদিন সঙ্গীহীন হয়ে যাবে
কোলাহলপূর্ণ জীবনে প্রথম ও অন্তিমে শুধুই একা।
স্বাবকতা, চাতুরী, বৈভব সব থেকে যাবে এই উপবৃত্তে
জীবনের সব হিসাব মিটে যাবে সাদাখাতার আঁকিবুঁকিতে।
অঝোর ধারায় মুছে যাবে শরীরের নীল জ্যোতি
বিলীন হয়ে যাবে অভিন্ন আত্মায় একই অবস্থানে নিজস্বতায়।