মুক্ত বাতায়ন মন মৃদু মন্দ সমীরণ
কিসের নেশায় মজেছে যন্ত্র যন্ত্রী জগৎতারণ?
অতৃপ্ত প্রাপ্তির নেশায় মন প্রাণ হয় আকুল
দ্বিধা দ্বন্দ্ব হলাহল নিত্য হেথা করে হিল্লোল।
কাঁধে সংসার বোঝা পিঠে রসের হাঁড়ি
কড়ি নিয়ে কাড়াকাড়ি ছুঁতে চায় বুড়ি।
চব্য-চোষ্য-লেহ্য-পেয় অনন্ত গুণে শ্রেয়
কেবা জানে সব মিছে তিনি পরম আত্মীয়।
অনন্তের অন্ত নাই মরীচিকা পথ প্রায়
অহং স্রোতে ডুবে ভাসে ফল্গুধারা কোথা ধায়?
জীবনে সত্য সার মন মুখ এক যার
'মান' 'হুশ' হলে দোঁহে মিলে একাকার।