হৃদি ভেসে যায় দেখো অলকানন্দা জলে
কাম ক্রোধ লীলা রূপে সখাত সলিলে।
শ্রেয় হতে শ্রেয়তর তর থেকে তমর টান
বুক চিরে বহে দাঁড় ভীষণ স্রোত ভরা বান।
পরিপুষ্ট অনুগ্রহে চাতক রূপে জীবনযাপন
সর্বাঙ্গে লবণাক্ত স্রোত ভাটায় উজান।
ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ মাস্তুল ঠিকানা
তরী ভাসাও নামগানে কাণ্ডারি নিশানা।