করোনাভাইরাস
আসে সঙ্গরোধের জন্য
আসে জীবন বিচ্ছিন্ন করতে
করোনাভাইরাস
আসে অক্সিজেন মাস্ক পরানোর জন্য,
মুখ বন্ধ করাতে
সে ভাইরাসের জন্য
আমাদের জীবন্মৃত অস্তিত্ত্ব
কিছুই করতে পারেনা
বিচ্ছিন্নতা, দরজা বন্ধ
স্তব্ধ জীবন এক ঘোর অন্ধকারে
সে ভাইরাসের জন্য
করোনাভাইরাস
আসে অন্তর্ঘাতক হিসেবে
রহস্যপূর্ণ ভয় ছড়িয়ে
করোনাভাইরাস
বিশ্ব মানবতার ঐক্যতায়
বিশ্বাস করেনা
করোনাভাইরাস
প্রার্থনা গৃহের সম্মিলিত উপাসনায়
অপ্রসন্ন বোধ করে
করোনাভাইরাস
ভুলিয়ে দেয়- ঈশ্বর আছে
সে বিশ্বাস
করোনাভাইরাস
ইন্দ্রয়ের অগোচরে আসে
মৃত পারাপারের তরণী নিয়ে
সে ভাইরাসের জন্য মৃত্যু
নতুন রূপকথার জন্ম দেয়
বিশ্বাসের গভীরে
কে মহাশক্তিমান?
বিশ্বাস-অবিশ্বাসের লীলায়
ঈশ্বর না সে ভাইরাস?
১৯.০৩.২০ চট্টগ্রাম