আশাগুলো
গন্তব্যে পৌঁছার আগে
ঢলে পড়ে মৃত্যু খাদে
পার্থিব তামাশার তমিস্রায়
নিঃশ্বাস বিষবাষ্পে বেঁচে থাকে
সুর করে, শঙ্খে ধ্বনি তোলে
তামসিক শৃঙ্খলার সাফল্যে
এ পৃথিবী অকৃতদার
বধির, অন্ধ, খোঁড়া ও বোবা হয়ে
এগোতে থাকে
জাগবে না এ পৃথিবী
খেলবে নগ্ন খেলা
বিবশ রাতের খেয়ালী বেশ্যালয়ে
তবুও জাগবে না
আলোকিত সূর্যোদয়ে
এ পৃথিবী অকৃতদার
বধির, অন্ধ, খোঁড়া ও বোবা হয়ে
এগোতে থাকে
কবিমন, একাকী
প্রায়শঃ জেগে থাকে
এ উন্মাদ রাতের দুপুরে
কবিতার যৌবন নাদিত শব্দে
ভেবে ভেবে
কবে শ্যাষ হবে
এ হাহাকার? ....
১৯.১০.২০২০ চট্টগ্রাম