১.
হোক প্রেম-দহন এ চৈতন্যে
ভোগ-উল্লাসী খেয়াল মৃত যেখানে

মনো ভেলা ভাসতে দাও
তোমার হৃদ কমল সিন্ধুতে;
যেখানে নই আমি কেহ
তোমার সদয় অস্তিত্ত্ব বিহনে

কর্ষণ লাঙ্গল রাখিতে দাও
কামহীনে এ দীন মঞ্জুলে;
তোমার মাঝেই অন্তর্লীন হয়ে
যেতে দাও কৈবল্য অধিপতি যেখানে

২.
না, নই; এ আমি নই সে তিনের বিজিত স্থিতি
কৈবল্যের অংশভাক স্ববাঁকে হারিয়েছে গতি
সে রতি ক্ষয় হয় অকায় স্বকামে, পরান্নে মতি
এককের ঘরে পরায়ণ রূহ ভাবে- কোথা সে জ্যোতি

৩.
চেতন গুরুর জাগ্রত কাবা যেখানে
যাই কী ভাবে ভাবি এই বেজাত্যে
জনম লগ্ন জ্যোতি হারিয়ে আছি অঘোর মোহে
তাই হোক চৈতন্যোদয় এ ইতর জলজ কীটে

রসিকজনে পান করিতে দাও সে পীযূষ
জ্যোতিহীনে সাধক হৃদ-কাবা অমানুষ

চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী