শব্দ কাটে শব্দকে
শব্দ মারে শব্দকে
শব্দের বাণে শব্দ হয় বিদ্ধ, রক্তাক্ত, আহত
তবে শব্দ মরেনা, ক্ষণিক মরার স্বাদ গ্রহণ করে
হয়ে উঠে জীবিত, হয় চিরঞ্জীব
হয় অবিনশ্বর স্তুতির পঙক্তিমালা
হয় আরাধনার পূজ্য শব্দ সংজ্ঞা

আমার শব্দে আমি গভীরের শেকড়
চিন্তার শিখরে আমি বিবেক
আমি অব্যয়ী প্রজ্ঞার বেগ
আমি শিখি আমার শব্দে
প্রেম মানবতায় আত্মত্যাগ

এ আমি নই আমি
যে আমি পূর্ণাঙ্গ বদনে জীবিত
যে আমি বড় অনুকরণ প্রিয়
কালের বিস্তীর্ণ উপকূলে,
এ আমি প্রগাঢ় মায়া
দুর্গম রহস্যময় অজ্ঞেয় বারেক জীবন
আলোকিত সূর্যের অধীনে

বিস্তৃত শব্দের মোহে
(আমি জন্মি, আমি মরি)
জন্ম-মৃত্যুর মাঝে
বিলাসী-অবিলাসী আমি
শব্দমঞ্চের দৃশ্যকাব্যে
আমার সীমানা খুঁজি
তারপর সত্য-অসত্যের ব্যবসায়িক রাজনীতি

হায় শব্দ
আমি তোমায় তৈরি করি
কালের বিবর্তনে তুমিও আমায় তৈরী কর


-ফেব্রুয়ারী ১৩, ২০২০ চট্টগ্রাম