নিঃসঙ্গ
তবু নই একা
এ একক ভুবন ভেলায়

মুহুর্তের দোতারায় ভাঙছে সে গান
যে গানে অজস্র স্মৃতি আবারো
এক করেছে
এ তোমাকে, এ আমাকে

প্রেম ছিল
গভীরের অগভীর তীরে

প্রতীক্ষিত প্রহরজোড়া
অলংকরণের সাময়িক ব্যাঘাতে
হয়তো নিমীলিত সূর্য

শুভ সকাল আসবেই
প্রেমের আকাশে

এখানে শুভ্রতার প্রভাত
সে তুমি আছো বলে

দ্বিপ্রহরের কুমারী আলিঙ্গন
সে তুমি আছো বলে

গোধূলির পবিত্র উলুতে দীপশিখা প্রজ্জ্বলন
সে তুমি আছো বলে

ঘন আঁধার রাতের সুস্মিতা চাঁদের আভা
সে তুমি আছো বলে

সে তুমি আছো বলেই
আমি জীবিত প্রেম


-ফেব্রুয়ারী ১১, ২০২০ চট্টগ্রাম