মাঝে মাঝে ঘুম আসে না
উদ্ভট চিন্তা জাগিয়ে রাখে আমায়
সারারাত জেগে থাকি

সুফী গান আমার প্রিয়
ঠিক কবিতার মতো
তবে মাঝে মাঝে ভালো লাগে না

না; মাঝে মাঝে লিখি না
চাঁদের সাথে পত্র মিতালীও হয় না
ভালো লাগে না কিছুই

রাতের অন্ধকার উপভোগ করি একাকী
ঘোর কৃষ্ণপক্ষের রাত বন্ধু আমার
মাঝে মাঝে নির্ঘুম স্নায়ুতে তা-ও ভালো লাগে না

মাঝে মাঝে বুঝতে পারি
আমি ভালো থাকি না
অজানা দুর্বলতায়

-১৭.১২.২০২০ চট্টগ্রাম