জানি, আমি জানি
যা লিখি কিছুই হয়না

আমি ভালো করেই জানি
যা লিখি, আমি তার কিছুই জানিনা

তবে এ দুরন্ত নিরক্ষর অনুভূতি ক্ষয়ে যাবে
যদি আমি না লিখি

মরে যাবে আমার সবকিছুই, মরে যাবো আমি
যা লিখি আমি, যদি তা বন্ধ করি

আর হ্যাঁ, তাই আমি লিখি

চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী