ঘুমুতে চাই বিশেষ দ্রষ্টব্যের পাতায়
চৈতালি হাওয়ার রন্ধ্রে রন্ধ্রে ঘুরে ঘুরে
উঠতে চাই নিষ্কলুষ বৈশাখী প্রভাতে
গুড়ি গুড়ি বৃষ্টির নিশ্চুপ রঙ্গিন খেয়ালে
আলিঙ্গন করতে চাই শুভ্র মেঘের কোমল
দেহ অবিনাশ যোজিত বৈশাখী দ্বিপ্রহরে
নিহিত সূর্যের এক কাপ স্বচ্ছ আলোতে
হারিয়ে যেতে চাই বিটপীর ঘন চিরহরিৎ-এ
হাঁটতে হাঁটতে দূর্লভ সংবৃদ্ধ বৈশাখের পরাহ্নে
পরিক্রমণে তোমার আলতা পায়ের চিহ্নে
জ্বালাতে চাই গোধূলি মশাল হৃদয়ের চন্দনে
ডুব দিয়ে সপ্তক মূর্ছনার বৈশাখী সাঁজে
অনন্তে এ তোমাকে প্রেম ঋণের নেশায় পেতে
চাই মুক্ত শ্বাসের সন্তর্পণ বৈশাখের নিশীথে
© মাহতাব বাঙ্গালী
১১ই চৈত্র ১৪৩০, চট্টগ্রাম।