শুনেছি তুমি ছিলে
এখানে, ওখানে, সবখানে
তারপর ইচ্ছে হলো তোমার-
নিজের পরিচয় নিজেই দিবে
কিন্তু, কাকে?
কেউ ছিলোনা তুমি ছাড়া
একদিন আমায়ই আবিস্কার করলে
আমার প্রয়োজনীয় সমস্তই আমায় দিলে
এরপর, এরপর আর তোমাকে খুঁজে পাওয়া গেলনা
এখন আমি আবার তোমায় খুঁজতে শুরু করেছি
খুঁজতে খুঁজতে মাঝে মাঝে আমি নাই হয়ে যাই
এ না থাকার রহস্যই কি অলৌকিকত্ব নাকি ইশ্বর?
©মাহতাব বাঙ্গালী/চট্টগ্রাম
ফেব্রুয়ারি_২০২৫