তোমাকে সরাসরি দেখিনি
তোমার ছবি দেখেছি
তোমার সাথে কথা বলিনি
তোমার লিখা শব্দ পড়েছি
তারপর ভুলে গেছি আমি
উদ্যানে হাঁটতে আসা সে মেয়েদের
যাদের দিকে প্রেম দৃষ্টি আমি দিতাম
আমি আমাকে খুঁজে পেয়েছি
তোমার দেবীতুল্য আরাধ্য ছবিতে
আমি আমার ধ্যান জীবন দর্শন খুঁজে পেয়েছি
তোমার লিখনি অক্ষরে, শব্দে, বাক্যের শিরায় শিরায়
আমি মানুষ, আমি পুরুষ, আমার আছে প্রণয়ী যৌবন
অন্য নারীতে দৃষ্টি, নিয়ে আসে তোমার ছবিতে প্রতিক্ষণ
না, তোমার তুলনায় বর্ষার কোনো বৃষ্টি নয়,
নয় কোনো উড়ে যাওয়া কপোতের সারি
তোমার তুলনা দিবোনা আমি ফুলে ফুলে সে প্রজাপতির,
হবেনা সে নিরন্তর বয়ে যাওয়া নদীর স্রোতের,
হবেনা কোনো সদ্য মুকুলিত গোলাপের, বেলীর, রজনীগন্ধার বা সন্ধ্যা মালতির
তোমার তুলনায় চারদিক আমার সত্যিই ম্রিয়মান
তোমার তুলনায় তুমিই শ্রেষ্ঠা হে আমার হৃদয় যান
তোমার তুলনায়-
যদি বলি সে চির কিশোরী পূর্ণিমা চাঁদ
ভুল হবে আমার;
যদি বলি সে চির কুমারী ঊষাকালের সূর্য
ঢের ভুল হবে আমার
তোমার তুলনায় তুমিই শ্রেষ্ঠা হে আমার প্রিয়তমা
তোমার তুলনায়-
যদি বলি সে শিরী, লায়লা, রাঁধা কিংবা জুলিয়েটের প্রেম
ভুল হবে আমার;
যদি বলি পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের কবিতা শেক্সপীয়ারের সনেট-১১৬
ঢের ভুল হবে আমার
তোমার তুলনায় তুমিই শ্রেষ্ঠা হে আমার প্রিয়তমা
হে প্রিয়তমা আমার, আমি শুধু তোমাকেই ভালোবাসি
তুমিই আদি, তুমিই অন্ত, আমার অস্তিত্ব্বের সব তুমিই
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
০৮/০৭/২০২১ইং
(আমার প্রিয় হবু জীবন সঙ্গিনীকে উৎসর্গ)