প্রেমহীন প্রেমকাব্য
স্রোতহীন নদীর মতোই!

হে প্রেম
তুমি নও নারী, নও পুরুষ  
তুমি অক্ষয়, অব্যয় এ হৃদে
তুমি ফুরিয়ে যাবার নও কখনো

তাইতো, অমরত্বের লক্ষ্যে ভালোবাসি তোমায়
হে প্রেম

এ মানবহৃদয় শুধু তোমায়ই
ভালোবাসার চিরস্থায়ী মন্দির

তাইতো, আজো, এ প্রেমিক মন
পূজো দিই সে সুন্দর হৃদমন্দিরে

আমার যত আভিজাত্য, ধন-সম্পত্তি,
জ্ঞান-গরিমা, অমরতা, প্রভাব প্রতিপত্তি
তার সবি- শুধু তুমি, হে প্রেম
আর সকলের জন্য ভালোবাসা

চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী