৩২ নেই, টুঙ্গিপাড়া নেই
৭ই মার্চ নেই, ৬দফা নেই
সবগুলো ১৫ই আগষ্টে মিশে গেছে
মুছে গেছে ১৭ই মার্চের ভ্রূণ!

এখন বাংলাদেশ পূতপবিত্র
স্বাধীন, সতেজে বলবান
এগিয়ে যাবে বহুদূর
যেখানে পৌঁছুবেনা কোনো প্রেতাত্মার সুর

নতুন বিপ্লব এমনই হয় বুঝি-
যেখানে অতীতের শেকড় থেকে শিখরে
ধ্বংস হয় উন্মাদী তালে তালে,
যেখানে শহীদি বিপ্লবীরা ফিরে আসে
আলো আঁধারের বৈভবের লাল চেতনায়,
যেখানে সগোত্রীয়দের রক্ত পানে তৃষ্ণার্ত
বিপ্লবীদেহ নিবৃত্ত হচ্ছে অহর্নিশ ধ্বংসযজ্ঞে!

হোক; ধ্বংসে ধ্বংসে হোক প্রাক্কালিক সংস্কার
দ্যাশ গড়ে উঠুক নতুন বিপ্লবী চেতনায়
মুছে যাক ৫২, ৬৯ এবং ৭১
মুছে যাক ফেব্রুয়ারী, মার্চ, আগস্ট এবং ডিসেম্বর
মুছে যাক সব বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য থেকে
দণ্ডিত স্বাধীনতা হোক প্রহৃত জুলাইয়ের লাল খড়গে


©মাহতাব বাঙ্গালী / চট্টগ্রাম