নির্দিষ্ট পথে চলতে চলতে
ভুলেই গিয়েছি এ পৃথিবী অসংখ্য পথের

নিজেকেই ভালোবাসতে-বাসতে ভুলেই গিয়েছি
এ পৃথিবী অসংখ্য ভালবাসার সমন্বয়ে

হে পৃথিবী সঙ্কীর্ণতা দূর করে দাও
আমাকে হতে দাও তোমার মতো উদার,
হতে দাও এসব গন্তব্যহীন পথের মহাপ্রাণের প্রেম

০১.১১.২০২০ চট্টগ্রাম