প্রেম হৃদয়ের অনবদ্য ব্যঞ্জনা এনেছে প্রেমিক মননে
ভালোবাসা মায়ার নেশা,
যে নেশা ভুলিয়ে দেয় ভিতর বাহির
ভোর হোক এ মানব হৃদয়
আলোকময় স্রোতের অনুকূলে;
কালো মেঘের প্রতিকূল সংসারে
আসুক সাম্য প্রীতির পরিচিতি,
জমা হোক ভালোবাসা থোকায় থোকায়
এ ভুবন মন্দিরে
হে মানব সতত
মিলনের উপত্যকায়
নৈসর্গিক সুঘ্রাণে
এ প্রেমহৃদয়
আঁকছে প্রিয়ার মিলন দ্যোতনা
প্রকৃতির কাব্যিক ক্যানভাসে,
তবে মাঝে মাঝে ভেঙ্গে চুরমার হয়
সে প্রেম ক্যানভাস
শব্দহীন মৃত্যু প্রলয়ে
সাধাসিধে এ কাল
মহাকালের দিকে গড়িয়ে যায়
অন্তহীন সে গড়ানো পথ .....
নিষ্কলুষতা হোঁচট খায় কালোর সংক্রমণে
কাল হয়ে যায় কালো পাপী
যদি না সরিয়ে নেয় নিজেকে
তবে নিষ্পাপ হৃদ দাঁড়িয়ে থাকে চিরকাল
পূত পবিত্র আরাধ্য মন্দিরের মতো
জানো
জেনে নাও
এ নিজেকে
নিজের উৎসকে
যে উৎস যে বিন্দুতে
সে বিন্দু হারিয়ে যাওয়ার আগেই
জেনে নাও নিজেকে
তুমি জানো
হ্যাঁ, তাই আমি নীরব
সবি জানো
হয়তো এ জানা নির্বাকের মধ্য দিয়ে এগিয়ে যাবে
প্রেম স্তবক
ঘরের লক্ষী
অলক্ষণা হয় কেমনে
আমি ভাবি মনে মনে
নিজ কর্মগুণে জীবন যদি হয় নিশ্চল
দোষ দিই অন্য জনে আর অলক্ষী সেখানে!
মননে মগজে
শিক্ষা সংস্কৃতিতে
আধ্যাত্মিক ধর্ম রীতিতে
ওরা অন্ধকারের যাত্রী
বিবেকহীন রোবোটিক যন্ত্র ওরা
স্বাধীনতা-ই বা বুঝবে কেমনে
মানবতায় বিবেক
জয় হোক অমলিন এ মানব স্বাধীনতার
জয় হোক সাম্যবাদের
জয় হোক কাজের ঐক্যতায়,
জয় হোক সকল কষ্টের সমভাগে,
হোক সবি উজ্জ্বল প্রীতির বন্ধনে
-০৭.০১.২০২১ চট্টগ্রাম
(উপর্যুক্ত লিখাটি আমার গতকালের (০৭/০১/২০২১)bangla-kobita.com -র বিভিন্ন কবিতায় লিখিত ভিন্ন ভিন্ন মন্তব্য। সবগুলোতে সামান্য ভাবের মিল পাওয়ায় সমন্বয় করার প্রচেষ্টা।)