ভালবাসি
খুব বেশি
ভাবের অক্ষত মহলের নীরবতায়
প্রকাশ নেই শাব্দিক অক্ষরে

বোবার মতোই নীরবে
মনে, মনে, দিন, রাতে-
অনন্ত যৌবনের মুহুর্মুহু আবেশে
ভালবাসি
খুব বেশি

ভাষা এখানে
অবশ দৃষ্টিতে
ধ্যান মন্ত্রে নিয়ন্ত্রিত
নির্বাক রুধির বিজিত প্রস্রবণে
ভালবাসি
খুব বেশি

এই তোমাকেই
ভালবাসি খুব বেশি
যেখানে বিজম্বিত এ ব-দ্বীপ
সমস্ত শক্তির প্রতিশ্রুত শ্রদ্ধা
ভালবাসি- জয় বাংলা।।

© মাহতাব বাঙ্গালী
১১ই ডিসেম্বর, ২০২৪
চট্টগ্রাম