গেয়ে যাও সে হৃদ্য গান;
শ্লোক ভুলে যাওয়ার আগে
আলোকিত হতে দাও
চিরঞ্জীব সূর্যের আলোতে

সমন্বিত করো এ ফুলেল জীবনকে;
শব হয়ে পঁচে যাওয়ার আগে
আলোকিত হতে দাও
চিরঞ্জীব সূর্যের আলোতে

বোলো- ভালোবাসি
জীবনের সূর্য প্রস্থানের আগে
চলো- মিলনের মোহনায় নাচ করি
সৃষ্টি সুখের উল্লাসে

-১৭.১১.২০২০ চট্টগ্রাম