অপেক্ষার সমস্ত প্রহর
কেটে গেলো তন্দ্রাচ্ছন্ন নেশায়

শেকড় থেকে শিখরে
গভীরতার প্রজ্ঞাপনমালা
নিশ্চুপ তুমুল আরাধনা

অক্ষয়, অব্যয় হৃদয়
এখন কলমের রক্তে
রঞ্জিত এক ব্যথাতুর ক্ষণ

অবশেষে যা এলো জ্বালিয়ে
আর নেভাবার নয়
পক্ষাঘাতগ্রস্ত বিবশ তারুণ্য

©মাহতাব বাঙ্গালী
২রা জানুয়ারি, ২০২৫
চট্টগ্রাম।


(লেখাটি আমার কর্মক্ষেত্র কসকো শিপিংয়ে অনেকদিন পর স্যালারি ইনক্রিমেন্ট সম্পর্কিত)