পৃথিবীর সাতশো কোটির জনপদে
এ আমি তোমাকেই খুঁজছি
-মানুষ তুমি, মানুষ আমি

তিয়াল্লিশশো ধর্মে কতো লক্ষ উপধর্ম,
কতো কোটি আঞ্চলিক সাংস্কৃতিক বিশ্বাস আছে-
আমি জানিনা!

এতো এতো বৈষম্যের মোহনীয় বাঁশির সুরে
আমি তোমাকেই খুঁজছি
-মানুষ তুমি, মানুষ আমি

চেয়ে দ্যাখো-
এ নিষ্পাপ প্রকৃতির উদার প্রেমময়ী বুকে
ওই বৈষম্যের বিষে স্নায়ু যুদ্ধ প্রবাহমান!
হিংসা বারুদ কিংবা দ্বেষের ল্যান্ডমাইন নিয়ে আসিনি
হৃদয়ে আমার ফুলের অঞ্জলি চেয়ে দ্যাখো
আমি তোমাকেই খুঁজতে এসেছি
- মানুষ তুমি, মানুষ আমি
এসো-
এ পৃথিবী একসাথেই গড়ি


© মাহতাব বাঙ্গালী
০৬ই মে, ২০২৪, চট্টগ্রাম।