তোমাকে পাওয়ার জন্য
সে বটতলায় এখনো অপেক্ষা করি
অপেক্ষা করি আর আনমনে দেখি-  

সূর্য উঠে ডুবে যায় পশ্চিমের গিরিখাতে
গৌধুলী গভীর রাতের স্পর্শে অস্তিত্ত্ব হারায়
পূর্ণিমা অমাবস্যার অতিথি হয়ে ভুলে যায় আপন মহিমা
তোমাকে পাইনি কোথাও
তোমাকে পাওয়ার জন্য
সে বটতলায় এখনো অপেক্ষা করি

গ্রীষ্মের খরতাপে জন্ম নেই বর্ষা
শরৎ, হেমন্তের কুটুম্বিতায় শীত আসে
কোমল বসন্তের পোতাশ্রয়ে গ্রীষ্মের ক্ষিপ্রতা নোঙ্গর গাঁড়ে
তোমাকেই খুঁজছি আমি সকল অস্তিত্বের শিরায় শিরায়
নেই কোথাও তুমি, নেই কোথাও
তোমাকে পাওয়ার জন্য
সে বটতলায় এখনো অপেক্ষা করি

ফুল ফোটে ঝরে যায়
না, তুমি নেই
পাখিরা স্বাধীনভাবে উড়ে যায়
না, তুমি নেই
রাখালের মনোহরা বাঁশির সুরে
না, তুমি নেই
কলেজ পড়ুয়াদের প্রেমের নীরব গুঞ্জনে
না, তুমি নেই
কবিড-১৯ এর অনভিপ্রেত দংশনে
না, তুমি নেই
ভার্চুয়াল রঙিন জগতের ছিনালি শব্দে
না, তুমি নেই
তুমি কোথাও নেই
তোমাকে পাওয়ার জন্য
সে বটতলায় এখনো অপেক্ষা করি



© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২৭.০৬.২০২১