উদিত সূর্যের উপকূলে
সেই অবিস্মৃত মূর্তি
আমি কল্পনা করি

বুনো হাঁসেরা উড়ে যায়
শীতান্তের অজানা গন্তব্যে,
ওই নীল বুকে তোমার নুপুরের ধ্বনি

এক খন্ড সাদা মেঘের ভেলা
এ পড়ন্ত বিকেলের গর্ভে
আরব্য রজনীর চাদরের মত

আমি তোমায় আঁকি
সন্ধ্যা মালতির উন্মুক্ত বুকে
লাল গোলাপের স্বর্ণালী রঙে

রাঙা পায়ে হাঁটছো তুমি
কোমর দুলিয়ে গোধূলিরাগে
মাঘী পূর্ণিমার নৈবেদ্য নিয়ে

তুমি স্থিত আমার ক্যানভাসে
গাঁদা, চম্পা, কৃষ্ণচূড়া ঝরছে
দুধে আলতা পায়ের চুমুতে

প্রেম, অমর্ত্য তুমি
তোমায় আঁকছি আমি
ফাগুন অবিনশ্বর বলে


-ফেব্রুয়ারী ১২, ২০২০ চট্টগ্রাম