হ্যাঁ! আমি স্বাধীন দেশের নাগরিক
না! কখনো মাস্ক পড়বোনা!
কে? আমার জন্য?
আমি তো আক্রান্ত নই!
আমি দায়ী হতে যাবো কেনো?
আক্রান্ত, মৃত্যু- এসবের জন্য তোমরা নিজেরাই দায়ী!

এইতো ভোটার কার্ড।
এখানে দাঁড়াবো?
না, আমি এখনো ভোট দিইনি!
আমার ভোট হয়ে গেছে মানে?
কালী লাগাচ্ছেন ক্যান?? ধাক্কা দিচ্ছেন কেনো?
ভোট দেয়ার অধিকার নাই মানে?
শুধু আপনার আছে!! আপনাদের স্বাধীনতা?  

আমাকে হাঁটতে দিবানা কেনো?
তোমার বাপের দিন্না জায়গা নাকি?
এটা ফুটপাত। হাঁটার অধিকার সকলের আছে।
দোকানের মালামাল ভিতরে ঢুকাও
ও আচ্ছা; এসব তোমার স্বাধীনতার অধিকারে?
টাকা দিয়েছো!! কাকে? স্বাধীনতাকে?
কেনো? ফুটপাত ব্যবহারের জন্য?

এই! তোর রিকশা এখানে কেনো?
এই বেটা; আক্কেলের মাথা খেয়েছিস নাকি?
ঠেলাগাড়ি, ভ্যান এখানে কেনো?
এই ছোকরা, বাজারের কাঁচামাল এখানে বিক্রি করছিস কেনো?
এইযে মিস্টার আপনার গাড়ি এখানে পার্কিং করেছেন কেনো?
আচ্ছা, তোদের কি জন্মে দোষ আছে নাকি?
গালি দিচ্ছি মানে? শপিং মলে দোকান নিয়ে ওখানে বিক্রি করগা
এসব রাস্তা কেন ব্লক করে রেখেছিস?
তোদের অনুমতি দিয়েছে!! কে? স্বাধীনতা?

ভাই, দাম কতো রাখলেন?
বেশি কেনো? কই আব্বা তো সকালেই নিয়েছিল?
তাহলে তো এগুলো আপনাদের আগের কেনা মাল
পাইকারি বাজারে যাবো কেনো?
টিভি নিউজের সাথে আপনাদের সম্পর্ক কী?
উত্তর দেবেননা কেনো?
সেটা তো জানি, আপনি বাজার নিয়ম মেনেই দাম রেখেছেন
ও আচ্ছা, তাহলে এটা বাজারের স্বাধীন সংবিধান?

ট্রাফিক ভাই, একটু গাড়িটা ছেড়ে দেয়ার অনুরোধ করছি
না; ইমার্জেন্সি ডেলিভারি রোগী। সত্যিই বলছি, দেখতে পারেন।
না, অ্যাম্বুলেন্স পাইনি। ছাড়তে পারবেননা!! কেনো?
এ রাস্তা দিয়ে মন্ত্রী কখন যাচ্ছে?
যখন যাবে তখন দেখবো মানে?
নিষেধ আছে!! কে করেছে?
স্বাধীনতার পতাকাবাহী গাড়ি?

সিস্টার, ডাক্তার আছে?
উনার পার্সোনাল চেম্বারে যাবো কেনো?
আমার টা কি ইম্পরট্যান্ট রোগী নয়?
এখন তো উনার ডিউটি এখানে থাকার কথা!!
আচ্ছা, তাইলে এটা উনার স্বাধীন পেশা!!
তো উনি পাবলিক সার্ভিসে জয়েন দিয়েছেন কেন?    

হ্যাঁ। আমি আজাদের বড় ভাই
আসতে পারি? ধন্যবাদ
উচ্চতর গণিতের শিক্ষক নেই কেনো?
লকডাউনে চলে গিয়েছে? নিয়োগ দেবেননা আর?
চালিয়ে দেবেন মানে?
ছাত্র-ছাত্রীর লেখাপড়া, জ্ঞানার্জনের মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে, জানেন?
নির্দেশনা!! কোত্থেকে পান এসব...? স্বাধীনতা থেকে?

আসসালামু আলাইকুম
আচ্ছা, এই মাহফিলের পরিচালনা পরিষদ কে?
না, মানে জানতে চাইছি এখন তো রাত ১২টা বেজে গেছে
সমালোচনা, পরনিন্দা আর কতক্ষন চলবে?
এসবের নাম ধর্মালোচনা মানে?
আমি নাস্তিক, মুরতাদ?
শরীয়তের ফতোয়া!! স্বাধীনতার সংবিধান?
  
ওহ! আমি বড্ড ক্লান্ত এ বিকলাঙ্গ স্বাধীন মনমানসিকতায়!


© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২৩/০৯/২০২১