সূর্যের চোখে আজ অকায় কুয়াশার ছাউনি
প্রাতঃকাল শুভ্রতায় ঢাকা যেনো এক ত্যক্ত শব
বৃষ্টির ফোটাগুলো ভেজাতে পারেনি আমার নদীকে
উড়ছে আজ বাতাসের মতো অজানার তরে
আজ শারদীয় বাতাস বইছেনা আমার বারান্দায়
ঝরছে অঝরে অশ্রুর মতো হৃদয়ের চিবুক বেয়ে
মহূর্তগুলো ক্ষয় হয়না, থেমে আছে আমার হৃৎপিণ্ডে
আর ইস্পাতের মতো সেকেন্ডের কাঁটা আছে দাঁড়িয়ে
ক্ষতির অরণ্যে বাস আমার এ কোভিড-১৯ সময়ে
কর্মচ্যুত এ আমি আবদ্ধ এক শ্বাসরুদ্ধকর পিঞ্জরে
১২.১১.২০২০ চট্টগ্রাম