কবিরাও নাকি বিষন্নতায় ভোগে,
থাকে কিংকর্তব্যবিমূঢ়ে, অবসাদ গ্রস্তে!
আর কাতরায় মানসিক মৃত্যু যন্ত্রনায়
আমার কাছে-
কবিতা স্বতঃস্ফূর্ত জীবন সঙ্গী,
শুদ্ধতার পরিচায়ক, অন্তর্দৃষ্টির নবী।
আমার কাছে-
কবিতা দুঃখ ভোলার মহৌষধ,
সুখে থাকার পার্থিব হামদর্দ।
স্বজ্ঞা আর প্রজ্ঞা কবিতার অগ্রদূত
যার মাঝে স্বতঃলব্ধজ্ঞান পরিপূর্ণ
সে নিজের মাঝে নিজেই সম্পূর্ণ।
আর নিজেতেই সম্পূর্ণ যে
সে কি কখনো বিষন্নতায় ভোগে?
চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী