মুহুর্ত বলে কিছু নেই
যা আছে পলকের স্মৃতি

মুহুর্মুহু বাতাসে ছিঁড়ে যায় কণ্ঠনালি
জেগে উঠে দূর মিনারের ওঙ্কার ধ্বনি

দু'চোখের পড়া জগৎ দু'ঠোঁট ভুলে যায়
বিশ্বাস গোরে বাকযন্ত্র জীবন পায়

অনুর পরমানুতে নিরাকার
সাকারে দ্বান্দ্বিক ভণ্ডামি


© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২৫/১১/২০২১