শিরায় শিরায় মিশে গেছে
অবিশ্বাসীদের দ্রব্য, জন্ম থেকে মৃত্যু
অবধি যদিও আমি দিই বিশ্বাসী
হওয়ার স্বীকৃতি
জ্বলছে আগুন বয়কটের
ব্যনার-পোষ্টারের উদার জমিনে
যদিও মিছেমিছি এ আমি নই
বরেণ্য লোভ সংহারে
পার্থিব মন কার জন্যে কাঁদে
কী ভোগের আশায় দৌড়তে থাকে
পাগলা ঘোড়ার মতো, নগদের
আরাধনায় লিপ্ত বাকী ছেড়ে
জানিনা এ জগতে কারা শত্রু কারা মিত্র
জ্ঞানহীন এ জন্ম যেনো আমারই ব্যঙ্গচিত্র
-৩০.১০.২০২০ চট্টগ্রাম