ভিজে গেলো হৃদয়ের সমস্ত স্পন্দন
তোমার ফিরে আসার সুখ অশ্রুতে

নীলাকাশের সবুজ চাদরের এক খন্ড মেঘের জলাশয়ে
আমার আনন্দ অবগাহন

নেই সে বাকবাকুম ডাক
চির চেনা খড়ের গম্বুজ নেই
তমালিকা নামক বিড়ালটিও চলে গেছে
চড়ুই, শালিকদের নৃত্য, কলকাকলি নেই
দূর অঞ্চলের ইট ভাটায় চিমনির ধোঁয়া যেনো সাদা মেঘে ছেয়ে গেছে

সন্ধ্যের এ উন্মুক্ত চিবুকে তোমার আগমন
প্রৌঢ়া একাকিত্বের ভিটেয় তোমার পদ স্পর্শ
আলো আঁধিয়ার ভেদ করে অস্ফুটে ডাক
নিভে যাওয়া পিদিম যেনো জ্বলে উঠেছে এ নিঃস্পৃহ কলমে

এসো, এসো নিঃস্বর হৃদয়ে সুরে সুরে
এসো হে লক্ষ্মীস্বরূপিণী রমণী
জ্বালিয়ে দাও সে প্রেম প্রদীপ
অঙ্গারেই স্বার্থক হোক হৃত অতীত


© মাহতাব বাঙ্গালী
২০ই জানুয়ারি, ২০২৫
চট্টগ্রাম