এককের বৃন্তে আমি একা,
আমি অস্থির,
আমি উন্মাদ,
বিভাজিত অসুর

হে প্রেম
তুমি সমূহ একক,
তুমি স্থির,
তুমি জ্ঞানী,
ঐক্যের সুখকর সুর
আসো; জ্বালিয়ে দাও
অন্তর দহনে অমর করো

© মাহতাব বাঙ্গালী/চট্টগ্রাম