কালো মেয়ে তুমি
শহুরে পোস্টারে

ঈদ উত্সবের মহড়ায়
বেশ সুন্দরী

সবাই বলে
কৃষ্ণকলি, কৃষ্ণকলি

আর আমি
তোমায়ই ভালোবাসি




-মে ২৮, ২০১৯ চট্টগ্রাম