না; প্রেম অভিশপ্তের নাম নয়
নয় প্রেম কুৎসিত কাম প্রলয়
যে হৃদয় অতি যতনে করে লালন মানব জনম
ভালোবাসা তারই নাম, প্রেম সে উঁচু আশীর্বাদের ধাম
নর ও নারী
প্রেমেরই প্রতীতি
রেতপূর্ণ শিশ্ন আর কামকেলি
নহে সে পুরুষ, নহে প্রেমপিরিতি
যে থাকে দূরে
কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য থেকে
সে মানুষ, সে নারী-পুরুষ প্রেম কৈবল্যে
দিবসে কিবা আসে যায়
প্রেমবাণে বিদ্ধ সকলে হয়
প্রেমের কল্যাণী আশীর্বাদে
প্রাণ-সঞ্চার এ ধরাধামে;
যদি বলো তা অভিশাপ
তবে, ধ্যান করো নিজ অস্তিত্বে
হোক ষড়রিপুহীন প্রেম-প্রণয় প্রতিদিন
হোক ভ্যালেনটাইন সকলের মাঝে অন্তর্লীন
-১৪.০২.২০২১ চট্টগ্রাম