পথটুকু সরলরৈখিকের উপখ্যান
পাঁক বেঁধে উঠেছে উর্ণনাভের মন
সীমান্ত শালবনে আটকে গেছে পূর্ণিমা
মায়ারজ্জুতে ধরেছে বন্ধুত্বের বাঁধন
কিছু স্মৃতি কিছু অজুহাত এ পাঁকে
নৈসর্গিক সোপানে চড়েছে অবিশ্বাস
জঠরে দীর্ঘশ্বাসের অশ্রুত অশ্রুপাত
কোথাও উঁচু কোথাও নিচুর দহিত আঁশ
মোজার্টের ঘরে সেতারের স্বেচ্ছা নির্বাসন
চুমুকের প্রতি সুরে হেমলকের দিব্য নৃত্য
কপোতাক্ষের প্রতিফলনে হাঁসির আঁচড়
কামনার বিষবাষ্পে জ্বলছে নিঃসঙ্গ সমুদ্র
জীবন ছারখারেই অনবদ্য গল্পের দম
বেপরোয়া হয় হেলেনের প্রেম অনুপম
© মাহতাব বাঙ্গালী, চট্টগ্রাম
২৯শে নভেম্বর, ২০২৩।