''পৃথিবীর সব চেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে,
যেটা আদালতে।
আর সব চেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে,যেটা পানশালায়''।
- মির্জা গালিব

এ পৃথিবী আমার, আমি এ পৃথিবীর
প্রেম প্রকৃতির সত্য পানশালায় আমি লালিত
আমি বেসামাল তবে একনিষ্ঠ আমাতে
আমি যাইনি কখনো ধর্মবেত্তাদের কাছে
ছুঁতে চাইনি ধর্মগ্রন্থ, শিখতে চাইনি অনুকরণে
আমি খুঁজিনি সত্য আমি হীন ভিন্ন শরিকদার
আমার মাঝেই বিদ্যমান আমি লা-শরিক
লা-শরিক শরাবের চুমুকে আমার সত্যে আমিই মাতাল
ধর্মগ্রন্থের শরিক হয়ে চাইনা হতে আমি কপটতার ঢাল

© মাহতাব বাঙ্গালী
২৯ ডিসেম্বর, ২০২৪
চট্টগ্রাম।