জোৎস্না ভেজা নিঝুম চরাচরে
তোমার ঠোঁটে এক চিলতে হাসি
বাঁশি বাজায় কেউ কি দূরে দূরে
আমার মনেও আবেগ রাশি রাশি।
মেঘলা আকাশ পড়ন্ত ওই বিকেল
বৃষ্টি ধারায় তোমার কালো চোখ
দীঘির কাঁপন ছলাৎ ছলাৎ জল
আমার বুকেও ময়ূর নাচের ঝোঁক।
পাড়ার মোড়ের বখাটে সব ছেলে
আড্ডা জমায় চায়ের ঠেকে বসে
তুমি তখন শাড়ির আঁচল মেলে
হাঁটতে থাকো আমার আশেপাশে
সূর্যি ডোবা হিমেল হাওয়া ডাকে
পার্কের ওই একফালি রোদ্দুর
বাদামওয়ালা আপন মনে হাঁকে
আবেশে আজ মন হলো ভরপুর।
ভালোবাসার রঙিন দিনে সবার
এমনি ভাবেই মিষ্টি প্রেমের রেশ
থাকতো যদি সারা জীবন ভর
ধন্য জীবন পূণ্য হতো দেশ।