লিড চাই লিড
প্রতি বুথে প্রতি কেন্দ্রে
নিতে হবে রাজ্যপাট
মানুষের মাথার উপরে
ছড়ি ঘোরানোর মতো
আদিম উল্লাস।
ভোটতন্ত্র এনেছে বিস্ময়
ঘুরপথে স্বৈরতন্ত্র
শাসন করার মতো
লোভনীয় মজা---
বিদ্যা না বুদ্ধি না হাতে শুধু দলীয় পতাকা।
অনেক বেকার আছে দেশে
তারাই সাগ্রহে এসে
ভাগাভাগি করে ঝান্ডা
মিছিলে স্লোগানে
আমাদের সিংহাসন করিছে প্রস্তুত।
বাকি শুধু পড়ে থাকে লিড।
তাই যেনতেন প্রকারনে
পেতে হবে লিড।
গ্রামে গঞ্জে শহরের অলিতে গলিতে
পিলপিল করিতেছে অসংখ্য ভোটার
কৌশলে বড়শিতে গেঁথে
নাচতে নাচতে, ছেড়ে দাও ভোটের লাইনে
তারপর মারামারি হানাহানি
হোক ছাপ্পা ভোট লুঠ
লাঠি সড়কি গুলি বোমা
গেলে যাক দু চারটে প্রাণ
গণতন্ত্রে সব সই
রক্তের বিনিময়ে নিতে হবে লিড।
দেশ নয় জাতি নয়
জনতার মঙ্গল কামনা
কৃষি নয় শিল্প নয়
সুষ্ঠু নীতি আগামীর ন্যুন সম্ভাবনা
কুর্শিটা শুধু চাই ক্ষমতার স্বাদ
চেটেপুটে খেতে
চিরকাল ধরে।
তাই প্রতি বুথে প্রতি কেন্দ্রে
লিড চাই লিড।