কতটা হাঁটলে পরে মনে হবে গন্তব্য নিকটে
প্রতিদিন কেবল হাঁটছি আমি নাকমুখ গুঁজে
আমার আত্মবিশ্বাস তলানিতে ঠেকল বলে
আমার অপূর্ণ ইচ্ছা গুলো অপেক্ষা করে হয়রান
কোন পথে পূর্ণ সফলতা-মাথায় পালক।

দারিদ্র্য হীন অশান্তি হীন রোগ হীন সুখী পরিবার
নাগালে আমোদ আর অবসরের পূর্ণ আয়োজন
তবুও এক অদ্ভুত শুন্যতা আমার চতুর্দিকে।

কোনও মহৎ বোধ বা নিছক পরশ্রীকাতরতা নয়
জীবন টাকে স্রেফ বাঁধা গতের বাইরে একটু বাজিয়ে নেওয়া-এই টুকু স্বপ্ন অথবা নিপাট ছলনা
যে নিজে শামুকের খোলের ভিতর অনিচ্ছাকৃত আটকে আছে সেও একটু পরিচিতি চায়।

আমার চৈতন্য লোকে শুধু হা হুতাশ
আমার বিবেক ধাঁধা কেবল সংশয়
আমার যাপনে শুষ্ক অভ্যস্ত রুটিন।

আমি একটানে ছিঁড়ে ফেলতে চাই আমার বাঁধন
মৃদু গলায় অন্তত বলতে চাই আমিও বেঁচে আছি।

আমার না বলা কথা বিষন্নতা ভালোবাসা বোধ
বিশাল পৃথিবী জুড়ে আমার বিস্ময়
স্পষ্ট করে বলবার মতো ক্ষেত্র চাই ভাষা চাই
পরিপূর্ণ বিশ্বাস চাই হৃদয়ের মাঝে।