আমি জোৎস্না দেখবো বলে
চাঁদের বুড়িকে ডাকি।
বুড়ি আস্ত চাঁদটাকেই পাঠিয়ে দেয়
আমার দুয়ারে
আকাশের চাঁদ মাটির পৃথিবীতে
নেমে আসে।
দরজায় টোকা মারে
আমি দরজায় খিল মেরে
খিড়কি দিয়ে চুপিচুপি বেরিয়ে পড়ি।
আমি ঝর্না দেখবো বলে
হামাগুড়ি দিয়ে পাহাড়ে উঠি।
পাহাড় আমার কষ্ট দেখে
মাথা নত করে নিচু হয়
আমি টাল সামলাতে না পেরে
ঝর্নার জলে আছাড় খাই
রাগে আমার রগের শিরা ফুলে ওঠে।
আমি সূর্যোদয় দেখবো বলে
শীতের ভোরে সমুদ্র সৈকতে হেঁটে বেড়াই।
ভোরের কুয়াশা আমার বুকে জমে
ঠকঠক করে কাঁপতে কাঁপতে
চায়ের দোকানে পালিয়ে আসি।
এইসব চিত্রপট প্রকৃতির শিল্পায়িত
রঙিন উদ্ভাস-----
মৃত্তিকার পৃথিবীর বিপুল বিস্ময়
শুধু সাহিত্যের বিস্তৃত উঠোনে
আমার বাসনা পূর্ণ কানায় কানায়।