সকালে ঘুম থেকে উঠেই
এক কাপ গরম চা।
আড়মোড়া ভাঙতে ভাঙতে
খবরের কাগজে চোখ বুলানো
তারপর অফিস-----
রাতের ডিনার খেয়ে বিছানায় ঘুম।
আবার সকাল হয়-
আমার মতোই পাখি ডাকে রোজ
সূর্য ওঠে নিয়ত নিয়মে।
চক্রাকারে ঋতু ঘুরপাক-
জীবনের এই চেনা ছক
তবুও এক অদ্ভুত আস্বাদে
আরও আরও আরও কিছুদিন
কিছুতে মেটে না আশ
বেঁচে থাকা পৃথিবীর টান।