বাস রাস্তার অনেক দূরে
ছোট্ট আমার গ্রাম
সেই খানেতে সবাই চিনে
জানে আমার নাম।
চৌরাস্তার মোড়ের মাথায়
প্রাচীন বট গাছে
দিনভর সেথা পুটুস পুটুস
কাঠবেড়ালি নাচে।
আমি গেলেই ছুটে আসে
প্রজাপতির ঝাঁক
মৌমাছিরা থোকায় থোকায়
বাঁধতে থাকে চাক।
হঠাৎ করে কারেন্ট গেলে
বৃষ্টি ভেজা রাতে
ছাদে উঠেই প্রাণের আলাপ
জোনাকিদের সাথে।
জোছনা রাতে কাশের বনে
নদী আমায় ডাকে
চাঁদের বুড়ি হাসতে থাকে
মেঘের ফাঁকে ফাঁকে।
অন্ধকারে হিমেল হাওয়া
আমার কানে কানে
রাতের তারার গল্প শোনায়
নতুন গানে গানে।
কিচিরমিচির পাখির কথায়
ঘুম জাগানো ভোর
ফুলের গন্ধে মাতাল করে
আমার মনের দোর।
পুকুর নদী গাছগাছালি
আকাশ বনের পাখি
এদের নিয়েই আমার ভূবন
বাকি তো সব ফাঁকি।