তুমি দেখেছ অন্ধকারে
বসে থাকা কোন মেয়েকে?
যে আলো চাও না।
অথচ ভয় পায় কালো রংটাকে।
তুমি দেখেছ হারানো কোন পথিককে
পথ খুঁজতে?
যে হারাতে চায় না
অথচ ভয় পায় পথটাকে।
তুমি কি দেখেছ
শীতের সকালে রোদ পোয়াতে
কোন মেয়েকে?
সে রোদ্দুর চায় না
কিন্তু রোদটাকে ভয় পায়।
তুমি দেখেছ কি
হাসপাতালে পরে থাকা কোন রোগীকে?
যে চায় না মরতে-
অথচ সে জীবনটাকে ভয় পায়।
তুমি কি দেখেছ ভালোবাসার জন্য
কোন মানুষকে বাঁচতে?
যে শুধু নিঃসার্থে ভালবাসতে চায়।
অথচ দেখ- সে ভালবাসাটাকেই ভয় পায়।।
বৃষ্টি মন্ডল
( বনি)