ভোরের আকাশে সুরের তারারা আজও গান গেয়ে যায়......রাত্রি শেষে ভোর।
ভোর হয়েছে সারদা তীর্থম আশ্রমেও।
মঙ্গলারতির প্রদীপের আলো নিভু নিভু
মন পাখি আপন মনে ছোট নাটমন্দিরের দেয়াল গুলোয় বারবার নিনাদ করে চলেছে।
আশ্রমের ভোরাই গীতি সঙ্গে তানপুরার তান...।
ঘুম ভাঙছিল চাতক শালিকদের বনবিতানের অরন্যরাজীর...রক্তীম হচ্ছিল পূবদিক।
গানের এ কথাগুলোর নীরব সাক্ষী ছিল
সদ্যফোটা সতেজ সফেদ সুগন্ধি বেলি,জুই
গন্ধরাজরাও। আকাশ ছিল নির্মল।
গানের কথাগুলো ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে
মিশে গেল ফুলেদের বাগানে।
মিশল অমলিন মাটির মধ্যে।
ভোরের বাতাস তাকে বয়ে নিয়ে গেল দূরে আরও দূরে.....বহুদূরে।
পূজার ফুল তোলার ফাঁকে আশ্রম বালক ও
গুনগুন করে গেয়ে উঠল -
" তোরা কে যাবি পারে আয় ছুটে আয়... "
-যেন ফুলেদের কানে কানে শুনিয়ে চলেছে
তানপুরাটির সেই ঐকান্তিক আবেদন।
আর সেই পবিত্র ফুলেরা পরম নিশ্চিতে নিজেদেরকে ঈশ্বর সমীপে সমর্পণের মুহূর্ত
বয়ে নিয়ে যেতে চাইছে-সেই মর্মর ধ্বনি,
হেসে খেলে পরমানন্দে দেবে চরণে নিবেদন অভিলাষে।