— ন্যাশপাতির খোসা ছাড়াস নি কেন?
— ওতে ভিটামিন বেশি তাই।
— মা তো ছুলে দেয়।
— মা কি বাচ্চে...! তো এখানে কি করছিস? নিয়ে চল মার কাছে।
— এবার ঝার জ্বলছে!
— অনেক কিছু শেখার আছে বলে যেতে চাইছি।
— যা! তোর ঝার জ্বালাতে গিয়ে নিজেই কেস খেলাম।
— জানি তো, তুই নিয়ে যেতে পারবি না ভীতুরাম একটা।